শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Elephants: রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় সাত সকালে জোড়া হাতির হানায় আতঙ্ক এলাকায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Elephants: রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় সাত সকালে জোড়া হাতির হানায় আতঙ্ক এলাকায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের (Elephants) বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের খলকপাড়া এলাকায় বুধবার সাত সকালে দুটি হাতির হানায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা গেছে এদিন ভোরে দুটি হাতি করলা নদীর গতিপথ ধরে খলকপাড়া এলাকায় চলে আসে। হাতি দুটির আনাগোনা দেখে কৌতুহলী মানুষজন হাতি দেখতে ভীড় জমাতে শুরু করলেও এলাকায় রয়েছে আতঙ্কের পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা, তারা কঠোর নজরদারি চালাচ্ছেন এলাকায়। পরিস্থিতি সামাল দিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে পৌঁছায়। রেঞ্জার রাজকুমার পাল জানান হাতি দুটি এলাকায় প্রবেশের সময় একটি চা বাগানের ক্ষতি করেছে। গ্রামে কোনো ক্ষতি করেনি বা কারুর উপর হামলা করেনি। প্রচুর মানুষের ভীড় দেখে হাতি দুটি জঙ্গলে ফিরতে পারেনি। পরিস্থিতি অনুকুলে এলেই হাতি দুটিকে ফের নদী পথ দিয়ে জঙ্গলে ফেরানোর আস্বাস দেন তিনি। তিনি আরও জানান বন কর্মীরা ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে কড়া নজরদারি চালাচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।