এষা গুপ্তকে নিশ্চয়ই মনে আছে সবার I জান্নাত ২ ছবির নায়িকা এষাকে সাহসী ফটোশ্যুট করতে হামেশাই দেখা যায়। কখনও বিকিনি পরে ক্যামারের সামনে দাঁড়াতে দেখা যায় তাঁকে আবার কখনও আবার স্কিন ফিট পোশাকে দেখা যায় ফটোশ্যুট করতে। সব পোশাকেই সমান স্বচ্ছন্দ বোধ করেন নায়িকা। এবার তাঁক দেখা গেল সাদা রঙের ক্রপ টপে। প্রসঙ্গত, এষা গুপ্তর নানান ভিডিও হামেশাই সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে আলোচনায়। নানান পোশাকে সকলের নজর কাড়েন তিনি। ফের সেক্সি লুকে খবরের শিরনামে উঠে এল জন্নত ২ খ্যাত নায়িকা এষা গুপ্ত। অভিনেত্রীর হট ফোটোশ্যুট নিয়ে সোশ্যাল মিডিয়া সর্বদাই সরগরম । ফের সেক্সি লুকে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। তাঁর একের পর এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবার তাঁকে দেখা গেল সাদা ক্রপ টপে। সাদা ক্রপটপের সঙ্গে কালো প্যান্ট। ক্রপ টপের সঙ্গে খোলা চুল আর হালকা ছিমছাম সাজে নজর কাড়লেন বলি সুন্দরী। অনুরাগী ও নেটিজেনদের নজর কাড়লেন আর নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন বলিউডের এই হট সেনসেশন।