Breaking News

Bhutan: ভারতীয়দের জন্য মহার্ঘ্য হচ্ছে ভুটান সফর

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Bhutan: ভারতীয়দের জন্য মহার্ঘ্য হচ্ছে ভুটান সফর রাজকীয় ভুটান সরকারের সাম্প্রতিক এক নির্দেশনায় ভারতীয়দের কাছে মহার্ঘ্য হতে চলেছে ভুটান সফর। দুই হাজার কুড়ি সালের মার্চ মাসে প্যান্ডেমিক পরিস্থিতিতে ভুটান সরকার সেদেশে প্রবেশদ্বার গুলি বন্ধ করে দেয় এবং ভারতীয় সহ বিদেশীদের ভুটানে প্রবেশ নিষিদ্ধ করে। এর ফলে ভারত ভূটান সীমান্তের আলিপুরদুয়ার জেলার জয়গাঁ শহরের ব্যবসা বানিজ্য মুখ থুবড়ে পড়ে। কারণ ভারতের জয়গাঁ ও ভুটানের ফুন্টশোলিং দুই রাষ্ট্রের যমজ শহর। জয়গাঁ শহর দিয়েই ভুটানের ব্যবসা বাণিজ্য এবং পর্যটন ব্যবসা চলে। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আগামী তেইশে সেপ্টেম্বর থেকে ভুটান প্রবেশের গেটগুলি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ভুটান সরকার। তবে সেদেশে ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনির্দেশ জারী করা হয়েছে। আগে যেমন নামমাত্র অনুমতি নিয়ে ভারতীয়রা ভুটানে প্রবেশ করতে পারতো এখন তাদের অনলাইনে আগাম অনুমতি নিতে হবে। যদি কোনো ভারতীয় ভুটানে রাত্রিবাস করতে চায় তবে প্রতিরাতের জন্য তাকে দিতে হবে বারোশো টাকা, হোটেল খরচ বাদে। আগে ভুটানের ফুন্টশোলিং থেকে ভারতীয়রা ইচ্ছামত বিদেশী জিনিসপত্র কিনে আনতে পারতেন, এখন বিদেশী সামগ্রী ক্রয় করলে দিতে হবে তিন হাজার নেগুল্ট্রাম বা ভারতীয় মুদ্রায় তিন হাজার টাকা। ভুটান সরকারের এই নির্দেশিকা ভারতীয়দের ভুটানে প্রবেশের ক্ষেত্রে রাশ টানার চেষ্টা বলে মনে করছেন ভারতের পর্যটন ব্যবসায়ীরা। তাদের দাবী ভারতীয়দের ভুটানে প্রবেশে যদি এত কড়াকড়ি করা হয় তবে ভুটানীদের ভারতে প্রবেশের ক্ষেত্রেও শিথিলতা থাকা উচিত হবেনা। হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান তারা ভারত সরকারের কাছে আবেদন জানাবেন বিষয়টি নিয়ে ভুটান সরকারের সাথে আলোচনা চালাতে। আলোচনা ফলপ্রসূ না হলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।