কোচবিহার শহরে (Dengue) ফের এক ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিললো,শহরের ১৪ নাম্বার ওয়ার্ড এর এক ৫২ বছর বয়সী মহিলা আক্রান্ত হয়েছেন, বর্তমানে তিনি কোচবিহার এনজিএন হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।
(Dengue) বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি পৌর স্বাস্থ্য কর্মীদের নিয়ে ওই বাড়িতে যান এবং সেই বাড়িকে স্যানিটাইজেশন করেন এবং বাড়ির বাকি আরো সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করান। কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর এখনো পর্যন্ত মোট ৭০ জন ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছে, এদের মধ্যে শহরের চারজন আক্রান্ত হয়েছেন। কোচবিহার জেলা মুখ্য শাস্ত্র অধিকারী ড:সুকান্ত বিশ্বাস জানান মোট ৭০ জন ডিঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে বর্তমানে তাদের চিকিৎসা চলছে ,এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোনো খবর মেলেনি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ,সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য দপ্তরের তিন তারা নিয়মিত কাজ করে চলেছেন বলে তিনি জানান।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper