রবিবার আমতা-২ নম্বর ব্লকের (Flood) বন্যা বিধ্বস্ত এলাকাগুলি ট্রাক্টরে চেপে ঘুরে দেখার পাশাপাশি বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী বন্টন করলেন হাওড়ার জেলাশাসক ড. পি. দিপাপপ্রিয়া। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মন্ডল, আমতা-২ নম্বর বিডিও পিন্টু ঘরানী, হাওড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ সেলিমুল আলম প্রমুখ। তিনি এদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পাশাপাশি ত্রাণ শিবিরগুলির সকল মানুষজন ঠিকঠাক ত্রাণ পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখেন।
Flood AMTA: ট্রাক্টরে চেপে বন্যা বিধ্বস্ত আমতাবাসীর হাতে ত্রাণ পৌঁছে দিলেন জেলাশাসক
রিপোর্ট : সন্দীপ মজুমদার , এই যুগ, হাওড়া