রবিবার থেকে কুমারগ্রাম ব্লকের (Football) কামাখ্যাগুড়িতে শুরু হল ৬৮তম রাজ্য বিদ্যালয় ক্রীড়ার অনূর্ধ্ব-১৪ বালকদের ফুটবল প্রতিযোগিতা। এদিন কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন, আলিপুরদুয়ার জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গোলাপ রায়, কামাখ্যাগুড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একাদশী রায় সহ অন্যরা। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত হবে। রাজ্যের অন্তর্গত ২৫টি শিক্ষা জেলার ২৫টি ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে এদিন রাভা, বোড়ো, রাজবংশী সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
Football Alipurduar : কামাখ্যাগুড়িতে শুরু অনূর্ধ্ব-১৪ বালকদের ফুটবল প্রতিযোগিতা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার