আপাতত কাজ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিল ফাটাপুকুর চা বাগান শ্রমিক সংগঠন (Jalpaiguri) । গত ৭ এপ্রিল থেকে মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে বাগান বন্ধ থাকে। শ্রমিকরা কাজে যোগ দিতে অনিহা প্রকাশ করে। ১০ই এপ্রিল শ্রমিকরা সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে কাজ স্বাভাবিক রাখার কথা ভাবে। সিদ্ধান্ত হয় আগামী ১৫ই এপ্রিল আইটিপিএ হলে যদি মজুরি বৃদ্দ্ধি বিষয়টির নিস্পতি না হলে এবং মালিক পক্ষ যদি দ্বিপাক্ষিক আলোচনায় না বসে তবে ১৭ই এপ্রিল থেকে শ্রমিক ধর্মঘট ও অবস্থান বিক্ষোভের হুশিয়া দেওয়া হয়। জেলা শ্রমিক নেতা তপন দে বলেন, আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা মাথায় রেখে আলোচনায় বসব এবং সমস্যা সমাধান করব।
Jalpaiguri: আপাতত স্বাভাবিক কাজকর্ম ফাটাপুকুর চা বাগানের
রিপোর্ট : দেবব্রত সেন, এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper