পঞ্চায়েত ভোটের আগে বুধবার (TMC) তৃনমূল ও মহিলা তৃণমূল কমিটির সাথে সাথে ঘোষিত হল জেলা যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি।(TMC) জেলা সভাপতি মুহুয়া গোপের উপস্থিতিতে ঘোষণা করেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৈকত চ্যাটার্জী। সহসভাপতি, জেনারেল সেক্রেটারি, সম্পাদক, সম্পাদক মন্ডলী ও সোস্যাল মিডিয়া কো – অর্ডিনেটর এর মোট ৫৭ জনের তালিকা। তালিকায় নতুন নামে জায়গা রয়েছে। তালিকা প্রকাশ করে সৈকতবাবু বলেন, আগামী দিনে সংগঠন শক্তিশালি হবে আশা প্রকাশ করেন। আরও বলেন পঞ্চায়েত নির্বাচনে আমাদের লক্ষ্য হল জেলা জুড়ে বিজেপি মুক্ত পঞ্চায়েত। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুহুয়া গোপ, মন্ত্রী বুলু চিরবাইক, সভানেত্রী নুরজাহান বেগমসহ অন্যান্য নেতৃত্ব।
TMC: ঘোষিত হল জলপাইগুড়ি জেলা যুব তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper