বেশ কিছুদিন (SFI) ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বর বেষ্টনকারী সবুজের পরিবেশ ধ্বংসের ঘটনা লক্ষ করা যাচ্ছিল। (SFI)কিছু দিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অজ্ঞাতকারণে এবং পরিচর্চার অভাবে অনেক গাছ মারা যাচ্ছে ও সজীবতা হারিয়েছে, এরমধ্যে অনেক প্রাচীন গাছও রয়েছে।(SFI) ফলত নতুন করে বৃক্ষরোপণ না করেই সেই গাছগুলি কাটার প্রক্রিয়া চলছে।বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে পরিখাটিও দীর্ঘ দিন ধরে অপরিষ্কার অবস্থায় রয়েছে, সে নিয়েও এখনও পর্যন্ত সঠিক কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এই অবস্থাতেই গত পনেরোই এপ্রিল প্রকাশ্য দিবালোকে বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে বেষ্টনকারী গাছের তলদেশে নির্দিষ্ট কোনো কারন ছাড়াই অগ্নিসংযোগ করা হয়। ফলে এই চত্বরে সবুজের পরিবেশ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগুন ধরার ঘটনা জানালেও তাঁরা দমকল ডেকে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই করেননি। এর বিরুদ্ধে সরব হয়েছে এসএফআই। এসএফআই এর বক্তব্য এই ঘটনা পরিবেশ ও ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের মননে উপর বিরূপ প্রভাব পড়বে এবং তা বর্ধমান বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের ঐতিহ্যের বিরোধী। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে সতেরোই এপ্রিল দীর্ঘক্ষণ গান বাজনা হাতে লেখা পোস্টার ও বক্তব্য দিয়ে বিক্ষোভ সভা করে। গাছ ও শিক্ষার চোরাচালানের বিরুদ্ধে জোট বাঁধার গান ধরেছে এসএফআই।
SFI: গাছ ধ্বংসের বিরুদ্ধে জোট বাঁধার গানে এসএফআই
রিপোর্ট : মনিপুষ্পক খাঁ , এই যুগ, নিউজ ডেস্ক
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper