শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Gita path kolkata: গীতাপাঠ অনুষ্ঠানে জনস্রোত ,উপস্থিত রাজ্যপাল থেকে বঙ্গ বিজেপির হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Gita path kolkata: গীতাপাঠ অনুষ্ঠানে জনস্রোত ,উপস্থিত রাজ্যপাল থেকে বঙ্গ বিজেপির হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব
রথে করে গীতা কে মঞ্চে নিয়ে যাওয়া হয় – এই যুগ
Gita path kolkata: গীতাপাঠ অনুষ্ঠানে জনস্রোত ,উপস্থিত রাজ্যপাল থেকে বঙ্গ বিজেপির হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব
গীতা পাঠের অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল – এই যুগ
Gita path kolkata: গীতাপাঠ অনুষ্ঠানে জনস্রোত ,উপস্থিত রাজ্যপাল থেকে বঙ্গ বিজেপির হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব
গীতা পাঠের বিশেষ অনুষ্ঠান -এই যুগ

রবিবার ধর্মতলার ব্রিগেড গ্রাউন্ডে ‘(Gita path) সনাতন সংস্কৃতি সংসদ’ আয়োজিত গীতাপাঠ অনুষ্ঠানে । এক সঙ্গে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের বিশেষ অনুষ্ঠান।গীতাপাঠের জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল তিনটি। মূল মঞ্চের পাশে ছিল দু’টি মঞ্চ । দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন সাধুরা। ব্রিগেডে উপস্থিত হন মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্বে ছিলেন জ্ঞানানন্দজী মহারাজ। এ দিন গীতাপাঠের আগে হয় বেদ পাঠ। সাধুসন্তরা ছাড়াও এদিন গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির একাধিক ‘হেভিওয়েট’ রাজনৈতিক ব্যক্তিত্ব। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়, রাহুল সিনহা সহ প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পাল , সহ রাজ্য নেতৃত্ব। এছাড়াও এদিনের গীতাপাঠ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনের ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের মত অরাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মতলার ব্রিগেড গ্রাউন্ডে জনস্রোত দেখা গেল বলাই বাহুল্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।