কড়া পাহারায় আজ (Hooghly) হুগলি জেল থেকে বর্ধমান জেলে নিয়ে যাওয়া হল চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা প্রাপ্ত বিশাল দাস সহ সাত দুষ্কৃতীকে। বৃহস্পতিবার চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল হত্যাকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তাঁর ছয় সঙ্গীকে ফাঁসির সাজা দেয় চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট।চার বছর আগে ত্রিকোণ প্রেমের জেরে খুন হতে হয়েছিলেন বিষ্ণু মাল।ঘটনার তদন্তে নেমে এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত সমস্ত অপরাধীকে গ্রেফতার করে সেই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় বিশাল দাস সহ সাত দুষ্কৃতীকে। বৃহস্পতিবার ফাঁসির সাজা ঘোষণার পরেই চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সরকারি আইনজীবীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন চুঁচুড়া পুলিশ লাইনে। তিনি বলেন,চুঁচুড়া আদালত ঐতিহাসিক রায় দিয়েছে। এটা সম্ভব হয়েছে সঠিক তদন্তে। তদন্তকারী অফিসার তমাল মোহান্তির টিম ভালো কাজ করেছেন। প্রত্যেককে পুরস্কৃত করা হবে।ফাঁসির সাজা হওয়ার পরেই সাতজনকে হুগলি জেলা সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হল। এদিন জেল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংশোধনাগার হওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার হওয়ায় এমন সিদ্ধান্ত।
Hooghly: খুনের মামলায় ফাঁসির সাজা প্রাপ্ত দুষ্কৃতীদের হুগলি জেল থেকে বর্ধমান সেন্ট্রাল জেলে
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, হুগলি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper