শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Hooghly: লাগাতার বৃষ্টির জেরে রেল লাইনের ধারে হঠাৎ নামলো ধস

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হুগলি

Hooghly: লাগাতার বৃষ্টির জেরে রেল লাইনের ধারে হঠাৎ নামলো ধস গত তিন (Hooghly) দিনে প্রবল বর্ষনের পলে দিকে দিকে রাস্তা ডুবে গিয়েছে জলের তলায়। আর এই পরিস্থিতিতেই আবার বিপদের মুখে রেল। হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস।বৃহস্পতিবারই বিষয়টি সামনে আসে। স্থানীয় সূত্রে খবর , ওই রেল লাইনের পাশেই রয়েছে একটি পুকুর। তাই ভারী বৃষ্টি হলে মাটি আলগা হয়ে যায়। ভেঙে যায় রেল লাইনের পাশের জায়গা। পরপর রেল দুর্ঘটনায় এমনিই আতঙ্কিত সকলে। এই আবহে রেল লাইনের পাশের মাটি ধসতে দেখেই স্থানীয়রাই খবর দেন রেলকে। রেলকর্মীরা ঘটনাস্থলে যান। জানা গিয়েছে, বৃহস্পতিবার চুঁচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দুন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তার পর কিছুক্ষণ পর ধীরে ধীরে ট্রেন পাস করানো হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নজরে আসতে থার্ড লাইন দিয়ে কোনও ট্রেনই চলাচল করেনি। তারপরেই রেলকর্মীদের দেখাশোনা করে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। আপাতত আপ লাইনে ধীর গতিতে পাস করানো হচ্ছে ট্রেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।