শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

howarh Sankrail: সাঁকরাইল নির্মীয়মান দূর্গা মন্দিরের ছাদ ভেঙ্গে যখন সাত শ্রমিক

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

howarh Sankrail: সাঁকরাইল নির্মীয়মান দূর্গা মন্দিরের ছাদ ভেঙ্গে যখন সাত শ্রমিকনির্মিয়মান দুর্গা মন্দিরের (howarh) ছাদ ভেঙে আহত ৭ শ্রমিক ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় পুরাতন বাজারের দুর্গা মন্দিরে।(howarh) দুর্গা মন্দিরের পুরনো একটি মঞ্চ ছিল তার সাথে মন্দিরটি বাড়ানোর জন্য মন্দিরের ছাদ তৈরি হচ্ছিল। ছাদ তৈরির প্রায় শেষ হওয়ার মুহুর্তে মন্দিরটির ছাদ ভেঙে পড়ে।

শ্রমিকরা কাজ করছিল এমতাবস্থায় এলাকার বাসিন্দারা এসে দুর্ঘটনাগ্রস্থ কর্মরত শ্রমিকদের উদ্ধার করে। ঘটনাস্থলে ছুটে আসে মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার সাঁকরাইল থানার আইসি এবং এডিসিপি। এলাকার বাসিন্দারা তৎপরতার সহিত ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত থাকেন। সন্দেহ করা হচ্ছে যদি কোন শ্রমিক ভিতরে আটকে থাকে তাই দ্রুততার সহিত ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হয়তো আর কেউ নেই ভিতরে। আহত শ্রমিকদের স্থানীয় হাজী এসটি মল্লিক হসপিটালে দ্রুততার সহিত নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে এগারোটার সময়। ধ্বংস স্তূপ সরাতে মধ্যরাত গড়িয়ে যায়। গুরুতর আহত দুই ব্যক্তিকে আজ সকালে হাওড়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।