যদি সঠিকভাবে (congress) তদন্ত হতো তাহলে অভিষেক আজকে কাস্টডিতে থাকত। (congress) বিজেপি ওকে বাইরে ছেড়ে রেখেছে। মোহন ভাগবতরা এলে তাদের ফল মিষ্টি পাঠানো হয়। এইসব কারণেই বিজেপি ওকে বাইরে ছেড়ে রেখে তার প্রতিদান দিচ্ছে।
রবিবার বিকেলে হাওড়ার আমতা কাশমলী অঞ্চল প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী। তিনি বলেন, দেখবেন ভল্লুকের খেলা হলে ভল্লুকের নাকে দড়ি লাগানো থাকে আর মাদারি তাকে নিয়ে খেলা দেখায়। এখানে বিজেপি হচ্ছে মাদারী। ওকে ( অভিষেককে ) ছেড়ে রেখে যেমন নাচছে তেমন নাচছে। টিএমসি আজকে অবলুপ্তির পথে একটা রাজনৈতিক দল। দূরবীন দিয়েও যাদের আর খুঁজে পাওয়া যাবেনা পিসি ভাইপো সব জেলে যাবে। তিনি আরও বলেন, যেখানে একজন বিধায়ক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করছেন এই লজ্জা মুখ্যমন্ত্রী রাখবেন কোথায়। মুখ্যমন্ত্রীর লজ্জায় ইস্তফা দিয়ে কাশী বিশ্বনাথ ঘুরে আসা উচিত।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper