রাজ্যের (Howrah) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “পথশ্রী-রাস্তাশ্রী ৪”। এই প্রকল্পের মাধ্যমে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়া ৩ নং গ্রাম পঞ্চায়েতের – “মৌখালী রোড থেকে শ্মশানধার ভায়া মিতা হাউস পর্যন্ত ০.৪৭৯ কিমি ঢালাই রাস্তা নির্মাণ ,গ্যাস গোডাউন থেকে শরৎপল্লী পর্যন্ত ০.৪৫০ কিমি রাস্তা ঢালাই নির্মাণ এবং পিয়াদাপাড়া মোড় কদম রসুল পিয়াদার বাড়ি থেকে বাঁকড়া হসপিটাল পর্যন্ত ১.২ কিমি ঢালাই রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন হল । বৃহস্পতিবার – বাঁকড়া দক্ষিণ পল্লী গ্যাস গোডাউন মোড়ে ” পথশ্রী-রাস্তাশ্রী ৪” প্রকল্পের উদ্বোধন করেন ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় । এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকড়া ৩ নং গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ। মাননীয় মুখ্যমন্ত্রীর “পথশ্রী-রাস্তাশ্রী ৪” প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণে খুশি এলাকাবাসী।
Howrah: বাঁকড়া দক্ষিণ পল্লী এলাকায় পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন হল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper