ফের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ায়।এনিয়ে মোট পাঁচজন মারা গেলেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।গত ২৫শে আগস্ট ডেঙ্গুতে মারা যান বেলুর ধর্মতলা রোডের এক ৭৪ বছরের বৃদ্ধা।নাম কল্পনা দে।২৫ তারিখ রাত্রিবেলায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি সিভিয়ার ডেঙ্গুতে। প্রসঙ্গত বালি পৌরসভা অঞ্চলে এই নিয়ে তিনটি ও হাওড়া পুরসভা এলাকায় দুজনের ডেঙ্গুতে মৃত্যুর হলো।
Howrah Belur: ডেঙ্গুতে মৃত্যু হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper