হাওড়া সিটি পুলিশের আজ এক বিশেষ প্রোগ্রাম ছিল। সেভ ড্রাইভ সেভ লাইফ এর বেলুড় রঙ্গলি মলের এই অনুষ্ঠান থাকার জন্য পুলিশ এর এডিজি ট্রাফিক সুপ্রতিম সরকার ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের যাতে করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কোন অসুবিধা না হয় সেই জন্য রাস্তা পরিষ্কার রাখার জন্য টোটো পরিষেবা বন্ধ করে দিয়েছিল গোলাবাড়ি ট্রাফিক বলে অভিযোগ টোটোওলাদের। এই ঘটনাকে কেন্দ্র করে সালকিয়ার অরবিন্দ রোডে পথ অবরোধ করলো টোটো চালকরা বেশ কিছুক্ষণ এই অবরোধ চলাতে রাস্তা যানজটের অবস্থা বেহাল অন্য কোন গাড়িও চলাচল করতে পারছিল না।
Howrah: টোটো ওলাদের দ্বারা অবরোধ হলো উত্তর হাওড়ার জিডি রোড অরবিন্দ রোডের সংযোগস্থল
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া