শুক্রবার বিভিন্ন দাবিতে (Howrah) সিপিআইএমের হাওড়া পুরসভা ঘেরাও কর্মসূচি কে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় । হাওড়া পুরসভায় বহুবছর ধরে নির্বাচন না হওয়ায় এখন নির্বাচিত কোন মেয়র নেই । ওয়ার্ডে নেই কোন নির্বাচিত সদস্য , ঠিক মতো পরিসেবা পাচ্ছে না হাওড়া পুরসভার নাগরিক রা । একটা পুর বোর্ড থাকলেও তার চেয়ারম্যানের পদত্যাগ। হাওড়া পুরসভার অধিনে থাকা ৫০ টি ওয়ার্ডের মধ্যে বহু ওয়ার্ডে বিভিন্ন পরিসেবা ব্যাহত হচ্ছে এই অভিযোগ তুলে হাওড়া পুরসভা ঘেরাও কর্মসূচি পালন সিপিআইএমের। এদিন আগে থেকেই বিক্ষোভকারীদের আটকাতে তৈরি ছিল পুলিশি ব্যারিকেড। পুলিশি ব্যারিকেডে বাঁধার মুখে পড়ে বিক্ষোভকারীরা । পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। সিপিআইএম এক প্রতিনিধি দল হাওড়ার পুর কমিশনারের কাছে ডেপুটেশনে জমা করে ।
Howrah: সিপিআইএমের হাওড়া পুরসভা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper