গতকাল গোপন সূত্রে জানতে (howrah)পেরে গতকাল সন্ধ্যায় লিলুয়া থানার পুলিশ মধ্য খালিয়া, কোনার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 105 কেজি নিষিদ্ধ বাজি আটক করে। একজন অভিযুক্ত ব্যক্তি সৌমন কোয়েল ওরফে ছটু (30) পিতা তপন কোয়েল, খালিয়া পশ্চিম পাড়ার বাসিন্দা। সৌমেন( ছোটু) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধ বাজিয়ে আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে এবং আজ হাওড়া আদালতে তাকে তোলা হয়েছে ।কালীপুজো ও দীপাবলীর আগে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নিষিদ্ধ বাজি বাজারে প্রবেশ না করতে পারে তার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রেখেছেন লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ পাহাড়ি ও তার সহকর্মীরা।
Howrah: প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করল লিলুয়া থানার পুলিশ
রিপোর্ট : বাপন ধাঁড়া , এই যুগ, হাওড়া