পুজো আর কয়েকটা দিন হাতে গোনা, বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, পুজো কেনাকাটায় ব্যস্ত রয়েছেন, কিন্তু তার মধ্যে পুজোর আগে মঙ্গলা হাট যেখানে রাজ্যের পাশাপাশি গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গা এই এশিয়ার বৃহত্তম মঙ্গলা হাট থেকে কেনাকাটা করতে আসেন ব্যবসায়ীরা, কিন্তু সেই দিনকে ১৩ তারিখ বিজেপির তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে ।যার ফলে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় নবান্ন এন্ট্রি পয়েন্টগুলো মঙ্গলবার ব্যারিকেট করে ঘিরে ফেলা হবে, তাই হাওড়া ময়দান এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও হকারদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ফুটপাতে যে হকাররা রয়েছেন তাদের বলা হয়েছে যে তারা যে বাসের স্ট্রাকচার দিয়ে দোকান করে রেখেছেন তা যাতে সোমবার রাতের মধ্যে খুলে ফেলা হোক, পাশাপাশি আশেপাশে যাতে কোনরকম ইট পাটকেল বা ইটের কোনরকম টুকরো না থাকে, সেইগুলো সব সরিয়ে পরিষ্কার করে দেয়া হোক।
কারণ এর আগেও যতবার এইখানে বিক্ষোভ হয়েছে সেই সময় পুলিশদের উপরে ইটপাটকেল ছড়া হয় ও লাঠি বাঁশ দিয়ে হামলা চালানো ও ভাঙচুর করা হয় সেই কারণে প্রশাসনের তরফ থেকে তাদের কাছে এই বার্তা দেয়া হয়েছে, যে মঙ্গলবার পুরোপুরি দোকান বন্ধ করে রাখবেন যতক্ষণ না এই নবান্ন অভিযান শেষ হয় ,এই জেরে অসুবিধায় সম্মুখীন হয়েছেন বাজারে কেনা কাটা করতে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা । ব্যবসায়ীরা জানিয়েছেন পূজোর আগে এই ধরনের অভিযানের ডাক দিয়া কোনো দলের ক্ষেত্রে ভালো নয়, দীর্ঘ দুই বছর করোনা যেরে তারা অনেকটাই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, দুর্গ পুজোর সময় মঙ্গলা হাটে বেশ কেনাকাটা হয় কিন্তু সেই সময় দোকানবন্ধ রাখা ব্যবসায় দের জন্য আবার ক্ষতির মুখে পড়তে হবে। কয়েকজন দোকানদার ব্যবসায়ী রা জানালেন যে এই কর্মসূচি। এক দুমাস আগেই করে নেয়া উচিত ছিল পাশাপাশি সাধারণ মানুষ তারা জানিয়েছেন আজকে বৃষ্টি হওয়ার ফলে তারা ঠিক মতন কেনাকাটা করতে পারেননি, ভেবেছিলেন যে কাল বাদ দিয়ে পরশুদিন এসে বাজারে কেনাকাটা করবেন, কিন্তু বাজারে ব্যবসায়ীরা জানায যে মঙ্গলবার হাওড়া ময়দান এলাকা বাজার বন্ধ থাকবে, সেই কারণে তাদের অসুবিধা হবে। তারপরে শেষ মঙ্গলবার থাকলে প্রচন্ড ভিড় হবে যার ফলে ঠিক মতন কেনাকাটা পুজোর করতে পারবেন না। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে গোটা মঙ্গলাহাট এ কোনরকম প্রভাব পরবে না। যেই জায়গায় জিটি রোডের উপরে প্রয়োজন থাকবে সেই জায়গায় ওই টুকুর ব্যবসায়ীদের বলে দেয়া হয়েছে। সতর্কতামূলক হিসাবে বিভিন্ন জায়গা পুলিশ আধিকারিকরা থাকবেন।
HOWRAH: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের জেরে হাওড়া ময়দান এলাকায় ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper