কলকাতার বিভিন্ন প্রান্তে যখন চাকরিপ্রার্থীদের চাকরির দাবিতে চলছে আন্দোলন ,আজ চাকরিপ্রার্থীদের 9 টি সংগঠন একযোগে পূর্বের ঘোষিত দিন ও তারিখ অনুযায়ী হাওড়া শিবপুর কাজীপাড়া তে একসাথে জড়ো হয়ে নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন । নবান্নে গিয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার জন্য যখন রওনা দিয়েছিলেন ঠিক তখন নবান্নর চারিপাশ এবং শিবপুর কাজীপাড়ায় পুলিশ প্রশাসনের রেপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে বিভিন্ন স্তরের পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন ,যাতে যোগ্য চাকরি প্রার্থীরা নবান্নে যেতে না পারে ।ওই চাকরিপ্রার্থীদের মিছিল কে হাওড়া কাজীপাড়ায় আটকে দেয় পুলিশ । তখনই শুরু হয় পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের বচসা এবং ধস্তাধস্তি ।পূর্ব থেকেই পুলিশের বিভিন্ন সাজোয়া গাড়ি রাখা ছিল ।হাওড়া পুলিশ মহিলা ও পুরুষ চাকরিপ্রার্থীদের ভ্যানে তুলতে থাকে ।চাকরিপ্রার্থীদের অভিযোগ তাদের সঙ্গে পুলিশ অভব্য ব্যবহার করেন এবং তাদের কোন কথাই শুনতে চাইনি পুলিশ প্রশাসন ।হাওড়া পুলিশ মোট ১৬ জনকে আটক করে ,তার মধ্যে মহিলা চাকরিপ্রার্থী পাঁচজন ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়। পরবর্তীকালে অন্য চাকরি প্রার্থীরা শিবপুর থানা ঘেরাও করলে আটক চাকরিপ্রার্থীদের মুক্তির দাবিতে বেশ কয়েক ঘন্টা পর ওই চাকরিপ্রার্থীদের শিবপুর থানাতেই বেল পিটিশন দাখিল করে তাদেরকে থানা থেকে ছাড়া হয় ।
Howrah: যোগ্য চাকরিপ্রার্থীদের নবান্ন যাত্রার মিছিল আটকালো হাওড়া পুলিশ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper