শ্রমিক (Howrah) অসন্তসের কারণে পুজোর মুখে চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ ঝোলালেন। শুক্রবার শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। তাঁরা এই নোটিশ দেখে হতবাক হয়ে যান। এই ঘটনার ফলে পুজোর মুখে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৭ হাজার মিল শ্রমিক।
Howrah: ল্যাডলো জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝোলাল মিল কর্তৃপক্ষ
রিপোর্ট : সন্দীপ মজুমদার , এই যুগ, হাওড়া