বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

HOWRAH: বাম কর্মচারীদের নবান্ন অভিযান

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

HOWRAH: বাম কর্মচারীদের নবান্ন অভিযানবিগত দশক ধরে প্রতি ফি বছর দুর্গাপুজোর আগে বামপন্থীদের সাধারণ ধর্মঘট দেখে এসেছে এই রাজ্যের মানুষ। গত বছরের মার্চ মাসে ডাকা দুই দিনের ধর্মঘটে সেভাবে ধর্মঘটে সেভাবে জন সমর্থন না পাওয়ার পড়ে এই বছর আর ধর্মঘটের পথে হাঁটে নি বামপন্থীরা। আর বামেদের পৌর বিষয়ক যৌথ মঞ্চের আহ্বানে আজকে শুক্রবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। মিউনিসিপ্যাল কর্পোরেশন ও পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা হাওড়া স্টেশনে বেলা ১টায় জমায়েত হন নবান্ন অভিযানে শামিল হওয়ার জন্য। মূলত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সমকাজে সম বেতন, কর্মীদের জন্য ঘোষিত আর্থিক প্যাকেজ ও কেন্দ্রীয় হরে মহার্ঘ ভাতা দানের দাবীকে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। হাওড়া রেল মিউজিয়ামের সামনে সমবেত হয়ে সেখান থেকে মিছিল করে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেন। ওই মিছিল হাওড়া স্টেশন হয়ে বঙ্কিম সেতু দিয়ে হাওড়া কোর্টের সামনের রাস্তা দিয়ে হাওড়া ময়দানে এসে পৌঁছলে সেখানে পুলিশ আগে থেকেই ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়। কর্তব্যরত পুলিশ অধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সংগঠনের কর্মীরা। যদিও পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা করে নি আন্দোলনকারীরা। যদিও আজকের নবান্ন অভিযানের মিছিলে সেভাবে জন সমাগম ছিল না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।