রাজ্যের অন্যান্য (Howrah) জেলার মত নতুন বছরে কনকনে শীতে কাবু হাওড়া শহরও । আজ মঙ্গলবার সকাল থেকে কনকনে ঠান্ডায় কাঁপছে হাওড়া বাসী। হাওড়ার পৌর এলাকা ইছাপুর ,কদমতলা ,দাশনগর ,বাঁকসাড়া ,বালিটিকুরী ,সালকিয়া , রামরাজাতলা , সাঁতরাগাছি থেকে শুরু করে বাঁকড়া ,ডোমজুড় ,আমতা ,বাগনান , উলুবেড়িয়া সহ গ্রামীণ এলাকা গুলো কনকনে শীতে কাবু। শীত থেকে বাঁচতে রাস্তার ধারে আগুন পোড়াচ্ছে সাধারণ মানুষ । হাওড়া জেলায় এইরকম কনকনে শীত বহু বছর পর বলে জানাচ্ছে হাওড়াবাসী । কিছু মানুষের বক্তব্য হাওড়া এখন মিনি দার্জিলিং এ পরিনত। নতুন বছরের শুরুতেই পারদ যেভাবে কমছে , অনান্য জেলার মতো হাওড়া জেলাও কনকনে শীতে কাঁপবে বলে বলাই বাহুল্য বাহুল্য।
Howrah: নতুন বছরের শুরুতেই কনকনে শীতে কাবু হাওড়া
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper