শীত কমতেই সাপের প্রাদুর্ভাব শুরু হয়েছে। (COBRA) গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বিষধর ও বিষহীন সাপের দেখা পাওয়া যাচ্ছে।বাগনান-২ নম্বর ব্লকের পাঁচানি গ্রামে মাছ চাষী রতন খাঁড়া মাছ ধরার জন্য খালের উপরে যে মুগরি বসিয়েছিলেন শনিবার মহাশিবরাত্রির দিন তাতে একটি বিষধর কেউটে সাপকে আটকে পড়া অবস্থায় দেখা যায়। এলাকার মানুষ সাপটিকে মারতে উদ্ধত হলে স্থানীয় যুবক রথীন দোয়ারী ও সুপ্রকাশ আদক ওই যুবকদের বাধা দেন। তাঁরা তৎক্ষণাৎ বন্যপ্রাণ সংরক্ষনকারীদের খবর দেন। বন্যপ্রাণ সংরক্ষনকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেউটে সাপটিকে উদ্ধার করেন। এরপর সাপটিকে বন বিভাগের হাতে তুলে দিলে বন বিভাগ সাপটিকে গভীর জঙ্গলে মুক্ত করে দেয়।
COBRA Snake: হাওড়ার বাগনানে উদ্ধার হল বিষধর সাপ
রিপোর্ট : সন্দীপ মজুমদার , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper