Breaking News

Howrah Salkia: সালকিয়ায় তুলোর গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah Salkia: সালকিয়ায় তুলোর গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডবুধবার বিকেলে হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এলাকায় একটি তুলোর গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বাঁধাঘাট তুলোর গোডাউনে আগুন ঘটনার স্থলে দমকলের দুটি ইঞ্জিন ইঞ্জিন। আশেপাশে আগুন ছড়িয়ে পড়া সম্ভাবনা রয়েছে ,দমকলের দুটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বিকেল বেলা ৪ টে নাগাদ এই তুলোর গোডাউন থেকে আগুন এবং ধোয়া বেরোতে থাকে। আগুন নজরে আসা মাত্র দমকলে খবর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তুলো মজুত থাকায় গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রয়োজনে আরও ইঞ্জিন আনতে হতে পারে বলেই দমকল সূত্রে জানা যাচ্ছে।দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। দমকল বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে গঙ্গার পাড়ে থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, পাশাপাশি গঙ্গা থেকে জল নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার হচ্ছে।তবে ঘিঞ্জি এলাকায় এত বড় গোডাউন থাকা সত্ত্বেও আগুন নেভানোর কোনরকম সরঞ্জাম গোডাউনে মজুত না থাকায় দমকলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বাদাঘাট এলাকায় তুলার গোডাউনে বারবার আগুন লাগা সত্ত্বেও কি করে এই গোডাউন গুলো ছাড়পত্র পাচ্ছে সেটা নিয়ে স্থানীয় বাসিন্দারাও প্রশ্ন তুলছে।প্রসঙ্গত গত বছরেও এই এলাকাতেই তুলোর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বারবার একই জায়গাতে কেন আগুন লাগার ঘটনা ঘটছে টা নিয়েও উঠছে প্রশ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।