রাতের শহরে (Howrah )দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ঘাতক বাসে ভাঙচুর। আটক চালক সহ বাস।(Howrah ) হাওড়ার সাঁতরাগছি স্টেশনের সামনে গতকাল রাতে বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। রবিবার রাতে বাস পার্কিংয়ের সময় কর্তব্যরত ট্রাফিক হোম গার্ড শচীন রজক (২৭) এর উপর দিয়ে চলে যায় বাস। আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ঘাতক বাসে। বাস সহ চালককে আটক করেছে জগাছা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় কিছু অসাধু মানুষের দৌরাত্ম্যে রাস্তা জুড়ে পার্কিং ও রাতের দিকে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই লেগে থাকে। এ বিষয়ে পুলিশের নজরদারির খামতি রয়েছে বলে স্থানীয় মানুষের অভিযোগ।
Howrah Santragachi: হাওড়ার সাঁতরাগছি তে বাসের ধাক্কায় পুলিশ কর্মীর মৃত্যু
রিপোর্ট : বাপন ধাঁড়া , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper