গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো হাওড়াতে। অল্পের জন্য এই আগুন থেকে ভয়াবহ দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল ঘটনাস্থলের পাশের স্কুল এবং ব্যাংক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে আজকে পাঁচলা বিধানসভা কেন্দ্রে দেউলপুর মাল পাড়া গ্রামে। দেউলপুর মালপাড়া এলাকার রাস্তার ধারে একটি তেলেভাজার দোকানে হঠাৎই গ্যাসের সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লেগে যায়। সেই আগুনে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার কথা ভেবে ওই সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া দেন দমকল কর্মীদের। তবে দমকল এসে পৌঁছানোর আগেই এলাকার বাসিন্দারা নিজেরাই আগুন নেভাতে এগিয়ে আসে। তাদের ঐকান্তিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে দমকল এসে পৌঁছনের আগেই । তবে ওই পাশেই ব্যাংক ও স্কুল ওই সময় স্কুলের শিক্ষক শিক্ষিকারা পাশের একটি বিল্ডার্স এর দোকানে আশ্রয় নেয়। অল্পের জন্য বড়ো দুর্ঘটনা থাকে রক্ষা পেলো এলাকাবাসী। দেউলপুর (বোর্ড ) গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মৌমিতা পাত্র জানান তাঁদের স্কুলে তখন প্রার্থনা চলছিল। হঠাৎ তিনি দেখেন লোকজন ছুটোছুটি করছেন। বাইরে বেরিয়ে এসে দেখেন স্কুলের উল্টো দিকের দোকান ঘরটি আগুনে দাউ দাউ করে জ্বলছে। এরপর স্কুলের সকল ছাত্রীদের তাঁরা বাইরে বের করে আনেন। আজকে যেহেতু স্কুলে অর্ধ দিবস। বাইরে অপেক্ষমান অভিভাবকেরা তাঁদের মেয়েদের বাড়ি নিয়ে জান। আর বাকিদের তাঁরা বসিয়ে রাখেন। গোটা ঘটনায় বাচ্ছারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে।
Howrah: গ্যাসের পাইপ ফেটে জ্বলে পুড়ে ছাই দোকান ঘর ,আতঙ্ক ছড়ালো পাশ্ববর্তী স্কুলে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া