বছর ঊণিশের (Howrah) এক তরুনীকে জোর করে ধর্ষণ এবং তাঁর সন্তানকে বিক্রি করার অভিযোগে এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করল বালি থানার পুলিশ।(Howrah) বালির বাসিন্দা ওই তরুনী বেলুড়ে গিরিরাজ খৈতান নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন।(Howrah) অভিযোগ গিরিরাজ ও তাঁর এক পরিচিত ষাটোর্ধ্ব শঙ্কর প্রসাদ মাঝেমধ্যেই জোর করে তাঁকে ধর্ষণ করতেন। তাতে ওই তরুনী অন্ত্বঃসত্ত্বা হয়ে পরেন।
ওই দুই ব্যক্তি সালকিয়ার এক নার্সিংহোমে ভর্তি করেন তরুনীকে। অভিযোগ, সন্তান জন্মের পরে গিরিরাজ ও শঙ্কর দুজনেই ক্রমাগত বাচ্চাটিকে লেকটাউনের বাসিন্দা বিষ্ণু শর্মা ও স্বাতী শর্মার কাছে বিক্রি করার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তরুনী রাজি হননি। তাঁর দাবি এক দিন বাচ্চাটিকে নিয়ে তিনি আত্মীয়ের বাড়িতে চলে আসছিলেন। তখন গিরিরাজ, শঙ্কর, বিষ্ণু ও স্বাতী তাঁর পথ আটকায়। বাচ্চা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং নিয়ে চলে যায়।
এরপরে বালি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুনী। তাতে পুলিশ মালিপাঁচঘড়া এলাকার এক নিঃসম্তান. দম্পতির থেকে শিশুটিকে উদ্ধার করেন। জানা যাচ্ছে বিষ্ণু ও স্বাতী শিশুটিকে নিয়ে ওই দম্পতির কাছে বিক্রি করেছিলেন। এ থেকেই বোঝা যাচ্ছে সমাজে ভদ্রলোকের মুখোশধারী মানুষরা বাড়ির পরিচালিকা ও লালসার স্বীকার থেকে বাদ দিচ্ছে না এরপর আর মানুষ বাড়ির কাজের জন্য কোন পরিচারিকা সমাজে খুঁজে পাবেন না তাই সাধারণ মানুষ দাবি করছে এই ধরনের নোংরা ভদ্র বেশি মানুষদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় প্রশাসনের কাছে এই আবেদনী করলেন তারা