হাওড়া ব্রিজে বাসের ঢাকায় দুই পথচারীর মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পথচারীকে বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই পথচারীর জখম হয়েছেন আর একজন ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে বাসটি কলকাতার দিক থেকে হাওড়া আসছিল আঠাশ নম্বর রুটের বাস হাওড়া ব্রিজের প্রথম পিলারের কাছে যাত্রীদের বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুই পথচারীকে গুরুতর যখন দুজন পথচারী। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুই পথচারীর। এর ফলে ব্যাপক যানজটে ছড়িয়ে পড়ে হাওড়া ব্রিজে।
Howrah: হাওড়া ব্রিজে বাসের ধাক্কায় দুজন পথচারীর মৃত্যু
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper