Breaking News

Snake Bite Awareness Alipurduar: সিধু কানু কলেজ এন এস এস এর উদ্যোগে মানব পাচার ও সর্প দংশন বিষয়ক সচেতনতা শিবির

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Snake Bite Awareness Alipurduar: সিধু কানু কলেজ এন এস এস এর উদ্যোগে মানব পাচার ও সর্প দংশন বিষয়ক সচেতনতা শিবিরআলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের সিধু কানু কলেজের (Snake Bite Awareness) এন এস এস এক নম্বর ইউনিটের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে শনিবার আয়োজিত হলো (Snake Bite Awareness) মানব পাচার ও সর্প দংশন বিষয়ক সচেতনতা শিবির। শিবিরে উপস্থিত শিক্ষার্থীদের সামনে সর্প দংশন ও মানব পাচার প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন এ বিষয়ে বক্তব্য রাখেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার আলিপুরদুয়ার জেলা শাখার সদস্য প্রসেঞ্জিত রায়,  রোহিত কর সহ অন্যান্যরা। এন এস এস এর ভারপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর অমৃতা দাস জানান বন জঙ্গল ও চা বাগান অধ্যূষিত এই এলাকায় ফি বছর বহু মানুষ সর্প দংশনে প্রাণ হারান শুধুমাত্র সচেতনতার অভাবে। পাশাপাশি চা বাগান অঅধ্যূষিত এলাকায় প্রতিবছর আড়কাঠিদের খপ্পরে পড়ে পাচার হয়ে যান বহু পূরুষ ও মহিলা সহ শিশুরা। এসব বিষয়ে সচেতনতা প্রচারের লক্ষ্যেই এই একদিবসীয় শিবির।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।