আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের সিধু কানু কলেজের (Snake Bite Awareness) এন এস এস এক নম্বর ইউনিটের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে শনিবার আয়োজিত হলো (Snake Bite Awareness) মানব পাচার ও সর্প দংশন বিষয়ক সচেতনতা শিবির। শিবিরে উপস্থিত শিক্ষার্থীদের সামনে সর্প দংশন ও মানব পাচার প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন এ বিষয়ে বক্তব্য রাখেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার আলিপুরদুয়ার জেলা শাখার সদস্য প্রসেঞ্জিত রায়, রোহিত কর সহ অন্যান্যরা। এন এস এস এর ভারপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর অমৃতা দাস জানান বন জঙ্গল ও চা বাগান অধ্যূষিত এই এলাকায় ফি বছর বহু মানুষ সর্প দংশনে প্রাণ হারান শুধুমাত্র সচেতনতার অভাবে। পাশাপাশি চা বাগান অঅধ্যূষিত এলাকায় প্রতিবছর আড়কাঠিদের খপ্পরে পড়ে পাচার হয়ে যান বহু পূরুষ ও মহিলা সহ শিশুরা। এসব বিষয়ে সচেতনতা প্রচারের লক্ষ্যেই এই একদিবসীয় শিবির।
Snake Bite Awareness Alipurduar: সিধু কানু কলেজ এন এস এস এর উদ্যোগে মানব পাচার ও সর্প দংশন বিষয়ক সচেতনতা শিবির
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার