Breaking News

Monami Ghosh: ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে অভিনেত্রী মনামী ঘোষ, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

টলি-পাড়ার বিশেষ সেন্সেশন অভিনেত্রী মনামী ঘোষ আবার সোশ্যাল মিডিয়া তোলপার করলেন I অভিনেত্রীর ইনস্টাগ্রাম টাইমলাইনে একবার গেলে আর ফিরে আসার উপায় নেই , তাঁর নজর কাড়া ছবি দেখে শুধু চোখ ভরে তাই নয়, মনও ভরে যায়। সাধে কি আর তাকে টলি-পাড়ার বিশেষ আকর্ষণ বলা হয় I কখনও নাচের তালে দর্শকদের মন জয় করেছেন, আবার কখনও শুধু শাড়ির আঁচল উড়িয়ে পিছনে ফিরে তাকাতেই কুপোকাত তাঁর অনুরাগীরা I সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে মনামী একটি সবুজ গাউন পরেছেন। এই বডিকন গাউনটি খুব সুন্দরভাবেই কমপ্লিমেন্ট দিয়েছে তাঁর ফিগারকে। অসাধারণ দেখতে লাগছে মনামী ঘোষকে। এই গাউনটি পান্না সবুজ রঙের। যা মনামীর স্কিন কমপ্লেকশনের সঙ্গে খুব ভালো মানিয়েছে। এই গাউনের ডিপ কাট নেকলাইনটিও বেশ আকর্ষণীয়। তাঁর নেক এরিয়াকে খুব সুন্দরভাবে হাইলাইট করেছে নেকলাইনটি। তাই এই ড্রেসের যতই প্রশংসা করি না কেন, ততই কম।এই ড্রেসের অন্যতম বৈশিষ্ট্য হল, পোশাকের স্লিট ডিটেলিং। ড্রেসের ডানদিকে নীচের অংশে একটি স্লিট ডিটেলিং নজরে আসবে আপনার। এই স্লিট ডিটেলিংটি খুব ভালোভাবেই হাইলাইটেড হয়েছে।আর ছবি তোলার সময় পোজ দেওয়ার জন্য অভিনেত্রী নিজের সুন্দর টোনড পা ফ্লন্ট করার সুযোগ ছাড়েননি। এই স্লিট ডিটেলিং ড্রেসের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বোল্ড টাচ দিয়েছে মনামীর এই লুককে। পনিটেল করেছেন মনামী ঘোষ। সব মিলিয়ে তাঁকে অপরূপ বললেও কম বলা হয়।ছবিটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।