শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Shilpa Shetty INDIAN POLICE FORCE : শিল্পা শেট্টি এবার পুলিশ , নতুন কপ ইউনিভার্স নিয়ে আসছেন রহিত

রোহিত শেট্টি একাধিক বার পুলিশের কাহিনি রূপোলি পর্দায় তুলে ধরেনে। তার পরিচালিত ছবিগুলোর মধ্যে হিট হল সিংঘম সিরিজ। তিনি তাঁর পরিচালিত ছবিতে অজয় দেবগণ, রণবীর সিং ও অক্ষয় কুমারকে করা পুলিশ অফিসারের চরিত্রে দেখিয়েছেন। আবারো এক পুলিশ অফিসারের কাহিনি নিয়ে আসছেন রোহিত। একটি ছবি তৈরি করছেন ওটিটি প্লাটফর্ম- এর জন্যে। যার কেন্দ্রে থাকবে একজন পুলিশ অফিসারের লড়াই। তবে, এবার ছেলে নয়। বরং মহিলা পুলিশের কাহিনি তুলে ধরবেন তিনি। আর সেই চরিত্রে দেখা যাবে শিল্পা শেট্টিকে।নানা কারণে খবরে থাকেন শিল্পা। তাঁর শরীরচর্চা তাঁকে খবরে নিয়ে আসে। আবার মাঝে রাজ কুন্দ্রার জন্য খবরে ছিলেন তিনি। রাজকুন্দ্রার গ্রেফতারিতে খারাপ প্রভাব পড়েছে শিল্পার জীবনে। তবে, এখন সকল সমস্যা কাটিয়ে তিনি স্বাভাবিক জীবন যাপন করছেন। প্রায়শই হাজির হন ডান্স রিয়েলিটি শো-এর মঞ্চে। বহুবার তাঁকে বিচারকের আসনে দেখা গিয়েছে। সে যাই হোক, এখন আবার তাঁর কেরিয়ারে আসতে চলেছে নতুন মোড়। বহুদিন পর অভিনয় করবেন তিনি। ওটিটি-তে বহু বলিস্টার ডেবিউ করেছেন। এই তালিকায় যেমন রয়েছেন সানি দেওল, তেমনই আছেন অভিষেক বচ্চন। এবার পালা শিল্পার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।