শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Ashwini Vaishnaw: ভয়াবহ রেল দুর্ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভুমিকায় গর্বিত গোটা দেশ

রিপোর্ট : সুরজিৎ মালিক , এই যুগ, নিউজ ডেস্ক

Ashwini Vaishnaw: ভয়াবহ রেল দুর্ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভুমিকায় গর্বিত গোটা দেশশুক্রবার দিন টি ছিলো (Ashwini Vaishnaw)দেশের মানুষের কাছে অত্যন্ত মর্মান্তিক।(Ashwini Vaishnaw) অন্যতম বড় রেল দুর্ঘটনার সাখ্খি গোটা দেশ ।  হাওড়া সালি‌মার রেল স্টেশন থেকে চেন্নাই উদ্দেশ্যে রওনা হওয়া , গতিময় করমন্ডল এক্সপ্রেস ওড়িশার বালেশ্বরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে । প্রায় ২৫০ ও বেশি মানুষ নিহত হয়েছে এই দুর্ঘটনায় , আহত হয়েছে বহু । তবে ভারতীয় রেলের ভুমিকায় প্রশংসায় পঞ্চমুখ আহত মানুষ থেকে শুরু করে দেশের মানুষ।

এদিন ভারতের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভুমিকায় গর্বিত গোটা দেশের মানুষ ।৪২ ডিগ্রি গরমেও রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে ঘটনাস্থলে পৌঁছে, কাজ পর্যবেক্ষণ করেন । এও চোখে পড়ে রেল মন্ত্রী সয়ং দুর্ঘটনাগ্রস্ত টেনে উঠে , সেনাবাহিনী র সাথে যাত্রী উদ্ধারকাজে অংশগ্রহণ করে । বিজেপি সরকারের মন্ত্রী বলেই এরুপ বলে মত বিভিন্ন মহলের । এদিন সেনাবাহিনী র কর্মীরা যে‌ ভাবে যাত্রী উদ্ধারকাজ করেছেন , সেটাও প্রশংসনীয়। বালেশ্বরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ১০ লাখ টাকা ও আহত দের জন্য ২ লাখ খতিপুরন‌ ঘোষণা করেছেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।