Breaking News

international women day: আন্তর্জাতিক নারী দিবসে কোচবিহার রেল স্টেশনের দায়িত্ব দেওয়া হলো মহিলাদের হাতে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

international women day: আন্তর্জাতিক নারী দিবসে কোচবিহার রেল স্টেশনের দায়িত্ব দেওয়া হলো মহিলাদের হাতেশনিবার ৮ মার্চ আন্তর্জাতিক ( International Women Day ) নারী দিবসের দিন কোচবিহার রেল স্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন হিসাবে ঘোষনা করলো উত্তর পূর্ব সীমান্ত রেল। এদিন রেল স্টেশনের দায়িত্ব তুলে দেওয়া হয় মহিলা কর্মীদের হাতে। উত্তর পূর্ব সীমান্ত রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এদিন কেক কেটে মহিলা কর্মীরা স্টেশনের চরিত্র বদলের সূচনা করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের কমার্শিয়াল ম্যানেজার অভয় গনপত সনপ জানান শনিবার থেকে চব্বিশ ঘন্টা স্টেশনের সমস্ত দায়িত্ব সামলাবেন মহিলা কর্মীরা। স্টেশন মাস্টার, রিজার্ভেশন ক্লার্ক, বুকিং ক্লার্ক, থেকে সমস্ত বিভাগের দায়িত্ব সামলাবেন মহিলা কর্মীরা। আন্তর্জাতিক নারী দিবসে নারী সশক্তিকরনের লক্ষ্যে রেলের এই পদক্ষেপ সকলের প্রশংসা পেয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।