Breaking News

শিবপুর বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে মনোজ তিওয়ারির নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র প্রদান

রিপোর্ট : মহাশীষ রায় , এই যুগ, হাওড়া

Inttuc Howrah: শিবপুর বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে মনোজ তিওয়ারির নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র প্রদান inttuc-howrah-distribution-of-winter-clothes-from-house-to-house-under-the-direction-of-manoj-tiwari-in-ward-no-8-of-shibpur-assembly-constituency-india-westbengal-india-eiyug-inttuc শিবপুর বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে হয়ে গেল বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত প্রদান। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও যুব সমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ভালোবাসায় সর্বোপরি শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়ের নির্দেশে এবং শিবপুর ব্লক আই এন টি টি ইউ সির সভাপতি স্বপ্নেন্দু সাহা মহাশয় এর উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হলো বাড়িতে বাড়িতে গিয়ে। ওয়ার্ডের সমস্ত মানুষ এর প্রশংসা ও সবাই আশীর্বাদ করে আগামী দিনের সাফল্য কামনা করলেন এলাকার সাধারণ মানুষ। শিবপুর ব্লক আইএনটিটিইউসির সভাপতি স্বপ্নেন্দু সাহা মহাশয় জানান তাদের এই কর্মসূচি প্রতি সপ্তাহের রবিবার চলবে , পুরো আট নাম্বার ওয়ার্ডেই পিছিয়ে পড়া মানুষদের মধ্যে এই শীতবস্ত প্রদান করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।