জগদ্দল থানা পরিচালিত ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়ায় নবদিশা স্কুলে ফ্রি কোচিং সেন্টারে মঙ্গলবার থেকে চালু হল ক্লাস। মূলতঃ এখানে নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্যই চালু করা হয়েছে এই কোচিং সেন্টার। এদিন হাজির ছিলেন ডিসিপি নর্থ শ্রীহরি পান্ডে ও জগদ্দল থানার আইসি প্রদীপ কুমার দাঁ। উল্লেখ্য, পুলিশ দিবসে পয়লা সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য নবদিশা স্কুলে ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধন করেছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ও পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর। ডিসিপি নর্থ শ্রীহরি পান্ডে বলেন, শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্যই এই বিশেষ ক্লাস। প্রয়োজনে এখানকার পড়ুয়াদের শিক্ষাসামগ্রী দেওয়া হবে। আগামীদিনে এই কোচিং সেন্টার থেকে পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হবে।
Jagatdal: জগদ্দল থানার উদ্যগে পরিচালিত নবদিশা স্কুলে ফ্রি কোচিং সেন্টারে চালু হল ক্লাস
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর