শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Jagatdal: জগদ্দল থানার উদ্যগে পরিচালিত নবদিশা স্কুলে ফ্রি কোচিং সেন্টারে চালু হল ক্লাস

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Jagatdal: জগদ্দল থানার উদ্যগে পরিচালিত নবদিশা স্কুলে ফ্রি কোচিং সেন্টারে চালু হল ক্লাস জগদ্দল থানা পরিচালিত ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়ায় নবদিশা স্কুলে ফ্রি কোচিং সেন্টারে মঙ্গলবার থেকে চালু হল ক্লাস। মূলতঃ এখানে নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্যই চালু করা হয়েছে এই কোচিং সেন্টার। এদিন হাজির ছিলেন ডিসিপি নর্থ শ্রীহরি পান্ডে ও জগদ্দল থানার আইসি প্রদীপ কুমার দাঁ।Jagatdal: জগদ্দল থানার উদ্যগে পরিচালিত নবদিশা স্কুলে ফ্রি কোচিং সেন্টারে চালু হল ক্লাস উল্লেখ্য, পুলিশ দিবসে পয়লা সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য নবদিশা স্কুলে ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধন করেছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ও পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর। ডিসিপি নর্থ শ্রীহরি পান্ডে বলেন, শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্যই এই বিশেষ ক্লাস। প্রয়োজনে এখানকার পড়ুয়াদের শিক্ষাসামগ্রী দেওয়া হবে। আগামীদিনে এই কোচিং সেন্টার থেকে পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।