সেনা কর্মী সুরেশ মাহাতোর ভাইজির বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে শনিবার রাতে জগদ্দলের মোমিন পাড়ার শীতলা মন্দির এলাজায় সাউন্ড বক্স বাজছিল। অভিযোগ, রাত বাড়ায় স্থানীয়রা বক্স বাজাতে নিষেধ করে। এতেই দুপক্ষের মধ্যে বচসা থেকে মারপিট বেধে যায়। অভিযোগ উঠেছে, সেনা কর্মী সুরেশ মাহাতোর বাড়ির দেওয়ালে একটি বোমা মারা হয়েছে। আরও দুটি বোমা পড়েছে ওই এলাকায়। ঘটনায় উত্তেজনা রয়েছে মোমিনপাড়ায়। মারপিট ও বোমাবাজির জেরে উভয়পক্ষের চারজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে রবিবার বেলায় পুলিশ ঘটনাস্থল চত্বরে বোমার খোঁজে তল্লাশি চালানোর সময় একটি বোমা ফেটে যায়। পুলিশ আরও চারটি তাজা বোমা উদ্ধার করেছে। ঘটনাস্থলে এসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ শ্রীহরি পান্ডে জানান, বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে প্রতিবেশীদের মধ্যে মারপিট হয়েছে। এতে চারজন আহত হয়েছে। গন্ডগোলে জড়িত থাকায় পুলিশ মোট পাঁচজনকে আটক করেছে। এখন পরিস্থিতির নিয়ন্ত্রণে।
অনুষ্ঠান বাড়িতে সাউন্ড বাক্স বাজানো ঘিরে মারপিট ও বোমাবাজি জগদ্দলের মোমিন পাড়ায়, ধৃত ৫
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর