টানা দুদিনেরবৃষ্টির জেরে জগদ্দল স্টেশন সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। স্টেশন সংলগ্ন রেললাইনের নিচে থাকা নিকাশি খাল জলপূর্ন হয়ে গিয়েছে। জলমগ্ন দশা থেকে বাসিন্দাদের মুক্তি দিতে মঙ্গলবার সকালে ভাটপাড়া পুরসভার তরফে জেটিং মেশিন বসিয়ে স্যাক্সন পাইপ লাগিয়ে জমাজল অপসারণ করা কাজ শুরু হয়। তখন জলের প্রচন্ড বেগ থাকায় সাফাই কর্মীদের হাত থেকে পাইপ ছিটকে ওভারহেড তারে পেঁচিয়ে যায়। ফলে শিয়ালদহগামী ডাউন লাইন ৯-১৭ মিনিটের নৈহাটি লোকাল এবং তার পিছে ডাউন শান্তিপুর লোকাল আটকে পড়ে। এক ঘন্টার বেশি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ডাউন দুনম্বর লাইনে। যদিও চার নম্বর লাইন দিয়ে ডাউন ট্রেন চলাচল করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আর পি এফ, জিআর পিএবং জগদ্দল থানার পুলিশ। রেলের লোকজন ওভারহেড তারে পেঁচিয়ে যাওয়া পাইপ নামায় ১০-৪৫ নাগাদ। এরপর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে হাজির হয়ে ভাটপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব মালো বলেন, দুদিনের বৃষ্টিতে রেলপাড়ের এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। জেটিং মেশিন দিয়ে পাইপ লাগিয়ে জল নামানো হচ্ছিল। সাফাই কর্মীদের হাত থেকে পাইপ ছিটকে ওভারহেড তারের সঙ্গে পেঁচিয়ে যায়।
Jagatdal: লাইনের নিচে থাকা খাল সাফাই করতে গিয়ে স্যাক্সন পাইন ওভারহেড তারে উঠে বিপত্তি, এক ঘন্টার বেশি ডাউন লাউনে ট্রেন চলাচল বন্ধ
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper