Breaking News

Jaldapara National Park: জলদাপাড়া তে গন্ডারের সংখ্যা বেড়ে গেছে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

aldapara National Park: জলদাপাড়া তে গন্ডারের সংখ্যা বেড়ে গেছে জলদাপাড়াতে (jaldapara National Park) গণ্ডারের সংখ্যা বাড়লো। বেড়ে হল ৩৩১। গত ২০২২ সালে রাইনো সেনসাসে জলদাপাড়াতে ২৯২ টি গণ্ডারের হদিশ মিলেছিল। এবছর ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত রাইনো সেনসাস হয়। আর তার রিপোর্ট অনুযায়ী জলদাপাড়াতে গণ্ডারের সংখ্যা বেড়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে এখন ৩৩১ টি গণ্ডারর হদিশ মিলেছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকটাই খুশি বন কর্মীরা। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।