Breaking News

Jalpaiguri: তিনদিন ধরে আগুন জ্বলছে তোতাপাড়া জঙ্গলে,আশঙ্কা বিপুল ক্ষতির

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: তিনদিন ধরে আগুন জ্বলছে তোতাপাড়া জঙ্গলে,আশঙ্কা বিপুল ক্ষতির জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া জঙ্গলে তিন দিন ধরে জ্বলছে আগুন। এসময় জঙ্গলে গাছের পাতা ঝরে পড়ে শুকিয়ে যায়। কে বা কারা এই পাতায় আগুন লাগিয়ে দিয়েছে আর সে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে জঙ্গলের সর্বত্র। পরিবেশ প্রেমীরা জানান বন দপ্তরের উচিত আগুন নেভানোর দ্রুত ব্যবস্থা করা তা না হলে বন্য প্রাণীদের ক্ষতির আশংকা যেমন রয়েছে তেমনি আশঙ্কা রয়েছে মূল্যবান গাছপালা পুড়ে যাবার। পাশাপাশি পরিবেশ প্রেমীরা জানান বন দপ্তরের উচিত আগুন সম্পর্কে আরও বেশী করে সকলকে সচেতন করার লক্ষ্যে প্রচার করা। এভাবে জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগানোর ফলে যে ক্ষতি হতে পারে তা না বুঝেই কেউ বা কাহারা অসতর্কতার বশে আগুন লাগিয়ে ফেলেছে। বন দপ্তর এ বিষয়ে সকলকে সচেতন করলে এধরনের ঘটনা ঘটতোনা বলেও মন্তব্য করেন পরিবেশ প্রেমীরা। তারা চান বন দপ্তরের কর্মীরা মানুষকে সচেতন করার পাশাপাশি আরও বেশী করে নজরদারি চালানোর ব্যবস্থা গ্রহন করুক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।