Breaking News

Jalpaiguri: অবৈধ মদ তৈরির ঠেক ভাঙ্গলো পুলিশ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: অবৈধ মদ তৈরির ঠেক ভাঙ্গলো পুলিশ জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের রাজগঞ্জ থানার বেলাকোবা আউটপোস্টের পুলিশ মঙ্গলবার গোয়েন্দা সূত্র মারফত প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মদ তৈরির একটি ঠেক ভেঙ্গে দেয়। জানা গেছে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ডিপো লাইন এলাকায় এই অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে চল্লিশ লিটার অবৈধভাবে তৈরি দেশী মদ,ষাট লিটার ফারমেন্টেড ওয়াশ বা চোলাই মদ তৈরির উপকরন, ছয়টি স্টিলের হাড়ি, তিনটি ফানেল এগুলি মদ তৈরির কাজে ব্যবহার করা হতো। পুলিশ উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ মদ ও মদ তৈরির উপকরন নষ্ট করে দেয়। পুলিশ জানিয়েছে লালচাঁদ টপ্পো ও তার ছেলে সুখমার এই বে আইনী মদ তৈরির কারবার দীর্ঘদিন ধরে চালাচ্ছিলো। পুলিশি অভিযান টের পেয়ে দুজনেই এলাকা থেকে পালিয়ে যায়। পুলিশ দুজনকেই ধরার জন্য তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।