জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের ধুপগুড়ি ও ময়নাগুড়ি থানার পুলিশ সোমবার নিজ নিজ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নষ্ট করে দেয় অবৈধভাবে করা গাঁজা চাষ। জানা গেছে এদিন গোপনসুত্রে খবরের ভিত্তিতে পুলিশ থানা এলাকার গ্রাম গুলিতে যায় ও গাঁজা চাষ করা জমিতে থাকা গাঁজা গাছগুলি কেটে এক জায়গায় জমা করে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান জারী থাকবে।
Jalpaiguri: অবৈধভাবে গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি