শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Amrit Bharat Station Jalpaiguri: অমৃত ভারত স্টেশনের মর্যাদা পাচ্ছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন

রিপোর্ট : আবির ভট্টাচার্য , এই যুগ, জলপাইগুড়ি

অমৃত ভারত প্রকল্পের আওতায় (Amrit Bharat Station) আসছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন। এই খবর ছড়িয়ে পড়তেই ধূপগুড়ি বাসির মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। উত্তরবঙ্গে মোট ১৬ টি স্টেশন এই মর্যাদা পাচ্ছে বলে জানা গেছে। (Amrit Bharat Station) ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উপলক্ষে অমৃত ভারত প্রকল্পটি নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের।Amrit Bharat Station Jalpaiguri: অমৃত ভারত স্টেশনের মর্যাদা পাচ্ছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন

যাত্রী নিরাপত্তার দিকটিও বিশেষভাবে নজর রাখা হবে এই প্রকল্পের মাধ্যমে। অত্যাধুনিক শৌচাগার, প্ল্যাটফর্ম বৃদ্ধি, এবং স্টেশন সৌন্দর্যায়নে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। মোট ১৯৬০ কোটি টাকায় ৫৬টি স্টেশন এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।রবিবার অনলাইনের একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধূপগুড়ির রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের মধ্যে আনেন। ধূপগুড়ি উচ্চপদস্থ রেলওয়ে আধিকারিক ডি বি চক্রবর্তী বলেন, ধূপগুড়ি রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। সমস্ত রকমের আধুনিক সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা। ধুপগুড়ি সহ জলপাইগুড়ি রোড, ফালাকাটা, নিউ আলিপুরদুয়ার, হাসিমারা, কামাখ্যাগুড়ি, ডালখোলা, মাল, হলদিবাড়ি কালিয়াগঞ্জ সহ অন্যান্য কয়েকটি স্টেশনকে এই প্রকল্পে আনা হয়েছে।অমৃত ভারত প্রকল্পের আয়তায় জলপাইগুড়ি জেলার অনেক কয়েকটি রেল স্টেশনের অন্তর্ভুক্তিতে জলপাইগুড়ির সংসদ ডক্টর জয়ন্ত রায়ের ভূমিকা যথেষ্ট রয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।