মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Jalpaiguri) সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে প্রশাসনিক বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত জেলাগুলির পুলিশ সুপারদের সীমান্তে নজরদারি বৃদ্ধি করার নির্দেশ দেন। এই নির্দেশের পর জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি থানা ও রাজগঞ্জ থানার পুলিশ থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে। এই পদক্ষেপ অনুসারে সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলিতে চলছে টহল ও পাড়ায় পুলিশ কর্মসূচি যার মাধ্যমে গ্রামবাসীদের সাথে সরাসরি যোগাযোগ গড়ে তোলা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা, পুলিশ ও জনগনের সম্পর্ক সুদৃঢ় করা ও সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে জনগনকে সম্পৃক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ।
Jalpaiguri: আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাসিন্দাদের আস্থা ও ভরসা গড়ার লক্ষ্যে উদ্যোগ পুলিশের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি