Breaking News

Jalpaiguri: আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাসিন্দাদের আস্থা ও ভরসা গড়ার লক্ষ্যে উদ্যোগ পুলিশের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাসিন্দাদের আস্থা ও ভরসা গড়ার লক্ষ্যে উদ্যোগ পুলিশেরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Jalpaiguri) সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে প্রশাসনিক বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত জেলাগুলির পুলিশ সুপারদের সীমান্তে নজরদারি বৃদ্ধি করার নির্দেশ দেন। এই নির্দেশের পর জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি থানা ও রাজগঞ্জ থানার পুলিশ থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে। এই পদক্ষেপ অনুসারে সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলিতে চলছে টহল ও পাড়ায় পুলিশ কর্মসূচি যার মাধ্যমে গ্রামবাসীদের সাথে সরাসরি যোগাযোগ গড়ে তোলা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা, পুলিশ ও জনগনের সম্পর্ক সুদৃঢ় করা ও সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে জনগনকে সম্পৃক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।