জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের মালবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পায় যে থানা এলাকার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর চরে বে আইনী ভাবে পোস্ত গাছের (আফিং) চাষ করা হচ্ছে।খবর পেয়ে মালবাজার থানার পুলিশ তিস্তা নদীর চরে নির্দিষ্ট জায়গায় পৌঁছে ট্রাক্টর দিয়ে সমস্ত চাষ নষ্ট করে দেয়। পাশাপাশি লাগোয়া এলাকার মানুষ জনকে এধরনের অবৈধ কার্যকলাপ না করতে পরামর্শ দেয়। পুলিশ সূত্রে জানানো হয় মাদক বিরোধী অভিযান চালু আছে।
Jalpaiguri: বে আইনী আফিং চাষ নষ্ট করলো পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি