বিহার থেকে অসমে (Jalpaiguri ) পাচারের পথে উদ্ধার বারোটি মহিষ, গ্রেপ্তার দুই। জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ফুলবাড়িতে একটি ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় বারোটি মহিষ। ট্রাকের চালক ও অপর ব্যক্তির কাছে মহিষগুলির বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম গোপাল থাপা ও গোকুল নেওয়ার, দুজনেই অসমের বাসিন্দা। ধৃতরা মহিষ গুলিকে বিহার থেকে ট্রাকে বোঝাই করে শিলিগুড়ি, ফুলবাড়ি হয়ে অসমে নিয়ে গিয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিলো। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
Jalpaiguri : বিহার থেকে অসমে পাচারের পথে উদ্ধার বারোটি মহিষ, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি