শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Jalpaiguri: বিরল প্রজাতির ইঁদুর উদ্ধার বৈকুন্ঠপুর জঙ্গলে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: বিরল প্রজাতির ইঁদুর উদ্ধার বৈকুন্ঠপুর জঙ্গলে রবিবার (Jalpaiguri) বিকালে জলপাইগুড়ি জেলার বৈকুন্ঠপুর বিভাগের আমবাড়ি রেঞ্জের বন কর্মীরা উদ্ধার করে একটি বিরল প্রজাতির ইঁদুর।(Jalpaiguri) জানা গেছে রবিবার বিকালে পলাশগুড়ি গ্রামে একটি নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারা প্রাণীটিকে দেখতে পেয়ে বন দপ্তরের আমবাড়ি রেঞ্জে খবর দেন।

খবর পেয়ে আমবাড়ি রেঞ্জের বন কর্মীরা নদীর পাড়ে যান ও ইঁদুরটিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে এটি বিরল প্রজাতির বাঁশের ইঁদুর। এরা মূলত দক্ষিন পূর্ব নেপাল, মায়ানমার, থাইল্যান্ড ও চীনের দক্ষিণাংশে উচ্চ পার্বত্য অঞ্চলের বাঁশ বনে বাস করে। এই এলাকায় প্রথম এই বিরল প্রজাতির ইঁদুর উদ্ধার হয়েছে বলেও জানান তারা। কিভাবে ইঁদুরটি বৈকুন্ঠপুর বিভাগের জঙ্গলে এসেছে তা নিয়ে ভাবনা চিন্তা করছেন বন কর্তারা। উদ্ধারের পর ইঁদুরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।