শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Jalpaiguri: ধূপগুড়িতে ঝটিকা সফরে দিলীপ ঘোষ

রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: ধূপগুড়িতে ঝটিকা সফরে বিজেপির দুই শীর্ষ নেতা ধূপগুড়িতে (Jalpaiguri) বিজেপির দুই শীর্ষ নেতার সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল।কোচবিহার থেকে ফেরার পথে ধূপগুড়ির নতুন শালবাড়ী এলাকায় পৃথক কর্মসূচিতে অংশ নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এই দুই নেতার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ ঘোষ এদিন কোচবিহার থেকে ফেরার পথে আচমকাই ধূপগুড়ির গাদং ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে উপস্থিত হন। প্রধানের বাড়িতে বসেই তিনি স্থানীয় দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক সারেন। কর্মীদের মনোবল বাড়াতে তিনি স্পষ্ট বার্তা দেন যে, লড়াইয়ের ময়দান ছাড়া যাবে না।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। ইডির ফাইল নিয়ে যাওয়ার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তিনি মুখ্যমন্ত্রীকে ‘ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করেন। অন্যদিকে, বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য নতুন শালবাড়ীর একটি শিব মন্দিরে পূজা দিয়ে রাজ্যজুড়ে বিজেপির এক নতুন কর্মসূচির সূচনা করেন। তিনি ঘোষণা করেন, ঐতিহাসিক সোমনাথ মন্দির ধ্বংসের স্মৃতিকে স্মরণে রেখে আজ থেকে আগামী এক বছর প্রতি শনিবার রাজ্যের বিজেপি কর্মীরা বিভিন্ন শিব মন্দিরে পূজা দেবেন। আধ্যাত্মিকতার মাধ্যমে জনসংযোগ বাড়ানোর এটি একটি কৌশল বলে মনে করা হচ্ছে।কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ প্রসঙ্গে সমীক বাবু বলেন, “তৃণমূলের সাম্রাজ্য ধসে পড়ছে। এই দলটির শেষের শুরু হয়ে গিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।