Breaking News

Jalpaiguri: এক গুচ্ছ দাবিতে চা শ্রমিকদের গেট মিটিং

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: এক গুচ্ছ দাবিতে চা শ্রমিকদের গেট মিটিং ডূয়ার্সের (Jalpaiguri) মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা রবিবার সকালে এক গুচ্ছ দাবি জানিয়ে গেট মিটিং করলো। দাবি গুলি সম্পর্কে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয় চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন থেকে প্রতিমাসে কেটে নেওয়া পি এফ ফান্ডের টাকা পি এফ অফিসে জমা দিচ্ছেনা । এই সমস্যা উত্তরের বহু চা বাগানে রয়েছে। নাগেশ্বরী চা বাগান কর্তৃপক্ষ ও একাজ করে চলেছে। নিয়মিত প্রভিডেন্ট ফান্ড এর টাকা প্রভিডেন্ট ফান্ড দপ্তরে জমা করা, আইন অনুসারে চা শ্রমিকদের বিভিন্ন সুবিধা প্রদান করা, বকেয়া মজুরী পরিশোধ করা সহ আরও বেশ কিছু দাবী জানিয়ে এদিন শ্রমিকরা এক ঘন্টা গেট মিটিং করেন। তারা জানান দ্রুত তাদের দাবি পূরণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলন শুরু করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।